আইপিএলে সোমবার একানা স্টেডিয়ামে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের সামনে চেন্নাই সুপার কিংস। ৫বারের চ্যাম্পিয়ন চেন্নাই এই বছর যেন একেবারেই অচেনা। ৬ম্যাচের মধ্যে একটিমাত্র জয় পেয়েছে চেন্নাই। রয়েছে সবার শেষে। গত ম্যাচে ঘরের মাঠে কেকেআরের কাছে লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছিল তারা । লক্ষ্ণৌয়ের বিরুদ্ধে তাই জয়ের সন্ধানে মহেন্দ্র সিং ধোনির দল। অন্যদিকে ফুরফুরে মেজাজে রয়েছেন লক্ষ্ণৌয়ের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ফুটবলে তার দল মোহনবাগান আইএসএল কাপ জোয়েচে এবং গত ম্যাচে জয় পেয়েছিল লক্ষ্ণৌ। ঋষভের নেতৃত্বে দারুন পারফর্ম করছে এই দল । ৬ম্যাচে ৮পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে লক্ষ্ণৌ। ঘরের মাঠে খেলার সুবিধা নিতে চাইবে সজীব গোয়েঙ্কার দল। নিকোলাস পুরান ও এইডেন মার্করাম দারুন ফর্মে রয়েছেন। টসে জিতে প্রথমে ব্যাট করে বেশি রান করাই লক্ষ্য থাকবে ঋষভ পন্থের দলের।
indian premier league
আইপিএলে লক্ষ্ণৌ বনাম চেন্নাই
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0