Dooars

রাস্তায় ধস, রক্ষা পেলেন ক্রান্তি ব্লকের শ্রমিকরা

জেলা

ডুয়ার্সের মাল মহকুমার ক্রান্তি ব্লকের গঙ্গাদেবী উত্তরপাড়া মিলন মোড় এলাকায় আচমকা ধসে পড়ল সদ্য নির্মিত পেভার ব্লকের রাস্তা। শনিবার সকালে এই ঘটনায় অল্পের জন্য এক বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন একদল শ্রমিক, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। নিম্নমানের নির্মাণকাজের জেরেই এই বিপত্তি বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে অন্যান্য দিনের মতোই শ্রমিকরা একটি পিকআপ ভ্যানে করে গঙ্গাদেবী উত্তরপাড়া মিলন মোড় এলাকার পেভার ব্লকের রাস্তাটি ধরে কাজে যাচ্ছিলেন। পিকআপ ভ্যানটি স্বাভাবিক গতিতে চলার সময় হঠাৎই গাড়িটির পিছনের চাকা বসে যায়। সঙ্গে সঙ্গেই রাস্তার একটি বৃহৎ অংশ ধসে পড়ে গভীর গর্তের সৃষ্টি হয়। গাড়ির গতি বেশি না থাকায় তা গর্তে পুরোপুরি তলিয়ে যাওয়া থেকে রক্ষা পায় এবং বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ঘটনার পরই এলাকাবাসীরা ছুটে এসে দেখেন, পেভার ব্লকের নীচের মাটি একেবারেই ফাঁপা হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশ দিয়ে যাওয়া জল সরবরাহের পাইপলাইন থেকে ফাটল ধরে জল চুঁইয়ে পড়ায় রাস্তার নীচের মাটি ধুয়ে গেছে। এর ফলেই মাটি ধসে গিয়ে রাস্তাটি বসে যায়। পাশাপাশি, রাস্তার দু’পাশে সঠিকভাবে মাটি ভরাট না করার কারণেই এই বিপত্তি ঘটেছে বলেও অভিযোগ করেছেন তাঁরা। এলাকাবাসীর মতে, নির্মাণকাজে চরম গাফিলতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলেই এই অবস্থা। এই ঘটনার প্রেক্ষিতে এলাকাবাসীরা দ্রুত রাস্তাটির সংস্কারের দাবি জানিয়েছেন। তাঁদের আশঙ্কা, অবিলম্বে ব্যবস্থা না নিলে ধস আরও বাড়তে পারে। অন্যদিকে, জলের পাইপলাইন ও পেভার ব্লক নির্মাণের দায়িত্বপ্রাপ্ত সংস্থা সূত্রে জানানো হয়েছে, দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ​বর্তমানে ঐ রাস্তায় বাইক ও টোটো চলাচল সীমিতভাবে চললেও, ভারী গাড়ি চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। এলাকাবাসীর দাবি, প্রতিশ্রুতি নয়, দ্রুত কাজ শুরু করে বড় বিপদ থেকে যেন এলাকাকে বাঁচানো হয়।

Comments :0

Login to leave a comment