PARIS OLYMPICS: LOVLINA BORGOHAIN

অলিম্পিক: জয় দিয়ে শুরু লাভলিনার, এক নজরে ভারত

খেলা

মহিলাদের ৭৫ কেজি বিভাগে জয় দিয়েই যাত্রা শুরু করলেন লাভলিনা বরগোহাই। টোকিও তে ব্রোঞ্জ জয়ের পর এইবার প্যারিসেও তাঁর পদক জয়ের সম্ভাবনা রয়েছে। 

টেবিল টেনিসে প্রি-কোয়ার্টারে জায়গা করে নিলেন সৃজা আকুলাও। ৪-২ ফলাফলে হারালেন জেং জিয়াংয়কে । 

শুটিংয়ে ফের একবার পদক জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে স্বপ্নিল কুসলে ৫০ মিটার রাইফেল শুটিংয়ে ৫৯০ পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠায়। প্যারিস অলিম্পিকের পঞ্চম ভারতীয় শ্যুটার হিসেবে তিনি ইভেন্টের ফাইনালে উঠলেন। 

পুরুষদের সিঙ্গেলসে গ্রুপ 'এল'-র ম্যাচে ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে হারিয়ে নক আউটে জায়গা করে নেন লক্ষ্য সেন। ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গেলসে ' এম ' গ্রুপের ম্যাচে এস্তোনিয়ার ক্রিস্টিন কুবারের বিরুদ্ধে জিতে পিভি সিন্ধু প্রি-কোয়ার্টারে পৌঁছে গেলেন। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন