শনিবারের ফাইনালে দুই দলই নিজেদের পূর্ণশক্তি নিয়েই মাঠে নামবে। চোট আঘাত সমস্যা নেই দুই দলেই। লড়াই হবে মোহনবাগানের দুরন্ত আক্রমণভাগ বনাম বেঙ্গালুরুর রক্ষণভাগ। বেঙ্গালুরুর ডিফেন্ডার জোভানোভিচ এই ম্যাচের পরই অবসর নেবেন। তাই তিনিও চাইবেন নিজের সেরাটা দিতে। কোচ জারাগোজা সবসময়ই ডাগআউট থেকে চাপ সৃষ্টি করার চেষ্টা করেন। তবে খেলাটি হবে যুবভারতীতে। মোহনবাগান চ্যাম্পিয়ন দল। তাদের রক্ষণভাগও যথেষ্ট জমাট। দুই বিদেশী ডিফেন্ডার ও শুভাশিষ দারুণ পারফর্ম করছেন। আক্রমণে জেমি, কামিংস, গ্রেগরা রয়েছেন। তাই দ্বিমুকুট জয়ের লক্ষ্যেই নামবে সবুজ মেরুন ব্রিগেড।
বেঙ্গালুরুর সম্ভাব্য প্রথম একাদশ - গুরপ্রিত , জোভানোভিচ, চিংলেনসানা, রোশান, রাহুল, সুরেশ , নগুয়েরা, ভেঙ্কটেশ, পেড্রো, এডগার, সুনীল।
মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ - বিশাল, টম, আলবার্তো, আশীষ, শুভাশিষ, থাপা, আপুইয়া, লিস্টন, আশিক, গ্রেগ ও ম্যাকলারেন।
 
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0