প্রথমার্ধের শেষে ম্যাচের ফলাফল গোলশূণ্য। গোটা প্রথমার্ধ জুড়েই খালি রক্ষণাত্মক খেলে গেল জামশেদপুর। অনেক সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ কামিংস, আশিকরা।
পর পর তিনবার আইএসএল ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে বক্সে প্রণয় হালদারের হাতে বল লাগায় পেনাল্টি পায় মোহনবাগান। গোল করেন কামিংস। এরপর সবাই যখন ধরেই নিয়েছেন যে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ের দিকে। ঠিক তখনই এল কাঙ্খিত সেই গোল। বক্সের বাইরে থেকে আপুইয়ার ডাইনামাইটের মত শটটির কোনো জবাবই ছিলনা জামশেদপুর গোলরক্ষক আলবিনো গোমসের কাছে। গোলটি এল ৯০+৪ মিনিটে। এই গোলের সৌজন্যেই দুই পর্ব মিলিয়ে ৩-২ ফলাফলে জিতে ফাইনালে পৌঁছল মোহনবাগান। ফাইনালে তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি।
 
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0