মায়ামি গ্রান্ড স্ল্যাম ট্র্যাকের ১০০মিটার দৌড়ে রেকর্ড গড়লেন মাসাই রাসেল ১২.১৭সেকেন্ডে সম্পূর্ণ করলেন এই দৌড়। ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম। প্রথম দ্রুততম দৌড় হিসেবে ১২.১২ সেকেন্ডে ১০০মিটার দৌড় শেষ করেছিলেন টোবি আমুসান । প্রতিপক্ষ টিয়া জোন্সকে হারালেন এই ২৪বছরের মার্কিনী দৌড়বিদ। টিয়া এই দৌড় শেষ করেন ১২.১৮সেকেন্ডে। যেটি ইতিহাসের তৃতীয় দ্রুততম । এই কৃতিত্বের পর রাসেল প্রতিক্রিয়া জানিয়েছেন ' আমি জানিনা যে কি বলব , এই মেয়েরা আমার থেকে আমার সেরাটা বের করে আনতে পেরেছে '।
MIAMI GRAND SLAM TRACK
১০০মিটার দৌড়ে রেকর্ড গড়লেন মাসাই রাসেল

×
Comments :0