সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে অ্যাপ ভিত্তিক পরিবহণ সংস্থা বিষয়ক নীতি চূড়ান্ত করল মহারষ্ট্র মন্ত্রিসভা।
ক্যাব চালকদের জন্য ভাড়ার ৮০ শতাংশ অর্থ নিশ্চিত করতে বলা হয়েছে এই নীতিতে। ওলা, র্যাপিডো, উবরের মতো সংস্থাগুলিকে যাত্রীদের জন্যও একাধিক পরিষেবা নিশ্চিত করতে বলা হয়েছে।
অ্যাপে জিপিএস ট্র্যাকিং, জরুরি পরিস্থিতিতে সংযোগের নম্বর, যাত্রী সুরক্ষা সংক্রান্ত একাধিক বিধি নিশ্চিত করতে বলা হয়েছে।
তাড়ার সময়ে ভাড়া মূল ভাড়ার দেড়গুণ পর্যন্ত চাইতে পারবে অ্যাপ ভিত্তিক পরিবহণ পরিষেবা সংস্থা। ফাঁকা সময়ে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দিতে পারবে যাত্রীদের।
শেষ মুহূর্তে ভাড়া বাতিল করা হলে জরিমানার টাকা সরাসরি যাত্রীর অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা করতে বলা হয়েছে। মহিলাদের সুরক্ষা, গাড়ির হাল বিধি অনুযায়ী রাখার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। যাত্রীরা অভিযোগ জানালে দ্রুত সুরহা করতেও বলা হয়েছে।
সুপ্রিম কোর্ট রাজ্যগুলিকে খসড়া গাইডলাইন তৈরির নির্দেশ দেয়। অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক সুধীর কুমার শ্রীবাস্তবের নেতৃত্বাধীন কমিটি সুপ্রিম কোর্টকে একটি খসড়া দিয়েছিল। মহারাষ্ট্র সরকারের নীতি কাঠামোয় সেই রিপোর্টের সুপারিশ রাখা হয়েছে।
যাত্রী এবং চালকদের বিরোধের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন অংশ দায়ী করেছে অ্যাপ ভিত্তিক পরিষেবা সংস্থাগুলিকে। চালকদের বহু অভিযোগ রয়েছে যাথর্থ প্রাপ্য না পাওয়ার। প্রশাসনিক হেনস্তার ক্ষেত্রেও দায় নেয় না এই সংস্থাগুলি। এমনকি যোগাযোগের ব্যবস্থাও থাকে না। সেই সঙ্গে যাত্রী পরিষেবায় নেতিবাচক প্রভাব পড়ে।
Maharashtra App Cab
অ্যাপ ক্যাব নীতি মহারাষ্ট্রের, চালককে ভাড়ার ৮০ শতাংশ, যাত্রী পরিষেবায় একাধিক নির্দেশ

×
Comments :0