Migrant Worker Dies

আসামে মৃত্যু ধূপগুড়ির পরিযায়ী শ্রমিকের

রাজ্য জেলা

দেড় বছরের শিশুকন্যাকে রেখে চিরবিদায় নিলেন পরিযায়ী শ্রমিক পিতা। ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে ধূপগুড়ি মহাকুমায়। আসামে ব্রীজ নির্মাণের কাজে গিয়ে আর বাড়ি ফেরা হল না মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীরহাট বাজার সংলগ্ন বিদ্যালয়পাড়া এলাকার বাসিন্দা সুভাষ মুন্ডার (বয়স প্রায় ২২)।
পরিবার সূত্রে জানা যায়, দীপাবলি উৎসবের কিছুদিন পর বাড়ির অমতে এলাকার আরও কয়েকজন যুবকের সঙ্গে সুভাষ আসামে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে যোগ দিয়েছিলেন। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক থাকলেও বুধবার রাতে হঠাৎই পরিবারে পৌঁছায় মর্মান্তিক মৃত্যু সংবাদ। কীভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সুভাষের সঙ্গীরা পরিবারকে শুধু মৃত্যুর বিষয়টি জানালেও স্পষ্ট কারণ জানাতে পারেননি বলে অভিযোগ পরিবারের।
এলাকার বাসনা মুন্ডার তিন ছেলের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন সুভাষ। ছোট ছেলের এমন আকস্মিক মৃত্যুসংবাদ কানে আসতেই ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। অসহায় হয়ে পড়েছেন তাঁর স্ত্রী ও দেড় বছরের শিশুকন্যা। এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয়দের অভিযোগ, কাজের খোঁজে দূর রাজ্যে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন বহু যুবক। ঠিকাদারদের অবহেলা ও নিরাপত্তাহীন কাজের পরিবেশ নিয়ে উঠছে প্রশ্ন। সুভাষের মরদেহ কবে দেশে ফিরবে কিংবা পুলিশের তদন্ত কোন পর্যায়ে, সে নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে পরিবারের মধ্যে।
প্রশাসনকে মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ানোর দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা রাজ্য প্রশাসন ও শ্রম দপ্তরের কাছে ক্ষতিপূরণ ও যথাযথ তদন্তের আবেদন জানিয়েছেন।

Comments :0

Login to leave a comment