সময়ের গতির কাছে ক্রমাগত হার মানছে ঐতিহ্য। যুগের সঙ্গে পাল্লা দিয়ে ক্রমাগতই ফিকে হচ্ছে ঐতিহ্যের স্থাপত্যগুলি। ঠিক সেইরকমই এক স্থাপত্য শ্যামবাজারের বিখ্যাত সেন বাড়ি। যে বাড়ি মোহনবাগানের আঁতুড়ঘর। যেখানে খোদাই করা রয়েছে মোহনবাগান ক্লাবের জন্মের ঠিকানা। এবার সেই ঐতিহ্যের বাড়িই ভাঙতে বসেছে। শ্যামবাজারের শ্যাম পার্কের পাশে ৪৪ নং রামকান্ত বসু স্ট্রিটের এই বাড়ি যেন এক জ্বলন্ত ইতিহাসের সাক্ষী। এই বাড়িতেই ভূপেন্দ্রনাথ বসু ও মনীলাল সেন পরিবারের উদ্যোগে সৃষ্টি হয়েছিল মোহনবাগান ক্লাব। অর্থাৎ মোহনবাগান ক্লাবের ' সৃষ্টিস্থল ' বলা যেতে পারে এই বাড়িটিকে। একসময় এই বাড়িতেই আসর বসত ক্লাবের সভাপতি ও কর্মকর্তাদের বৈঠকের। তাছাড়াও প্রাক ম্যাচের প্রস্তুতির জন্য জরুরি বৈঠকও হত এই বাড়িতেই। কিন্ত কালের নিয়মে আর টিকিয়ে রাখা হচ্ছেনা এই অমূল্য সম্পদ। একসময় প্রায় রোজই এই বাড়ি ভাস্বর হয়ে উঠত উমাপতি কুমার , শৈলেন মান্না, চুনিদের পদচিহ্নে। কিন্তু বর্তমানে সেই বাড়ি ভেঙে ফেলে তার জায়গায় হয়তো তৈরি হবে ফ্ল্যাট। সেখানে হয়তো যেমন আগমন ঘটবে নতুন অতিথিদের। তেমনই এই বাড়ি থেকে বিসর্জন ঘটে যাবে মোহনবাগানের সমস্ত ঐতিহ্যের। এই জ্বলন্ত ইতিহাসের ভিতেই মাথা তুলে দাঁড়িয়ে থাকবে বহুতল ফ্ল্যাট। মোহনবাগান কর্মকর্তা সৃঞ্জয় বোস এই বিষয়েই তার ফেসবুক পেজে আবেগঘন একটি পোস্ট করেছিলেন। যার পরেই উঠেছিল এই প্রশ্ন। তবে বাড়ি ভেঙে ফেলা হলেও এই স্থান থেকে মোছা যাবেনা মোহনবাগানের অস্তিত্বের চিহ্ন। গৌরবময় ইতিহাসের ধ্বজা চিরকালই মাথা তুলেই দাঁড়িয়ে থাকবে সবুজ মেরুনের এই ' সৃষ্টিস্থল ' -এ।
Mohunbagan's heritage ' SENBARI ' demolishing?
ভাঙা হচ্ছে কি মোহনবাগানের ' সৃষ্টিস্থল ' সেনবাড়ি ?

×
Comments :0