Morni morquel

ভারতীয় দলের কোচিং ডিপার্টমেন্টে এইবার মর্নি মরকেল

খেলা

অবশেষে অনেকদিন ধরে চলা জল্পনার অবসান হলো। গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পরেই বোলিং কোচ হিসেবে মর্নি মরকেলের নাম পরামর্শ করেছিলেন । অবশেষে মঞ্জুর হল তার দাবি । এর আগে রায়ান টেন দুশখাতে এবং অভিষেক নায়ারকে কোচিং স্টাফদের সাথে যুক্ত করেছেন গম্ভীর। এইবার আনলেন মরকেলকে।২০২৩ এ বিশ্বকাপে পাকিস্তানের বোলিং কোচ হিসেবে থাকলেও মাঝপথেই মরকেল পদত্যাগ করেন । ডারবান সুপার জায়ান্ট দল এবং সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার কোচিং দলেও ছিলেন তিনি । অভিজ্ঞতার ভান্ডারটি যথেষ্ঠই সমৃদ্ধ তার । আন্তর্জাতিক ক্যারিয়ারে দক্ষিন আফ্রিকার হয়ে ৮৬ টি টেস্ট খেলে ৩০৯ টি উইকেট নিয়েছেন। ওয়ান ডে তে ১১৭ ম্যাচে ১৮৮টি উইকেট নিয়েছেন।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন