NAUSHAD SIDDIQUE HECKLED

কর্মচারীদের ডিএ মঞ্চে ধাক্কা নওসাদ সিদ্দিকীকে

কলকাতা

ধর্মতলায় আইএসএফ’র কর্মসূচির দিনের ছবি।

আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীকে ধাক্কা দেওয়া হলো। 

শনিবার ধর্মতলায় কর্মচারীদের ডিএ মঞ্চে ভাষণ দিচ্ছিলেন তিনি। আচমকা তাঁর সামনে হাজির হতে দেখা যায় একজনকে। শ্রোতাদের দিকে পিছন ফিরে কিছু বলতে দেখা যায় সিদ্দিকীকে। তারপরই ধাক্কা দেন। 

বিধায়কের নিরাপত্তার দায়িত্ব থাকে পুলিশের। এক্ষেত্রে পুলিশই বা কী করছিল সে প্রশ্ন রয়েছে। 

 

এর আগে সিদ্দিকীকে প্রায় পঞ্চাশ দিন জেলে বন্দি করে রেখেছিল পুলিশ। ধর্মতকায় আইএসএফ’র এক কর্মসূচি থেকে তাঁকে তুলে নিয়ে যায় পুলিশ। তাঁর সঙ্গে জেলে বন্দি করে রাখা হয় আইএসএফ’র প্রায় আশিজন কর্মীকে। 

পথ অবরোধের দায়ে এতজনকে এমন দীর্ঘসময় ধরে জেলে রাখায় বিস্ময় জানায় আদালতও। জেলে থাকায় বিধানসভা অধিবেশনে অংশ নিতে পারেননি তিনি।

আপাতত জামিনে মুক্ত রয়েছেন নওসাদ। শনিবার ডিএ’র দাবিতে অবস্থান মঞ্চে একদিন অনশনের কর্মসূচি ছিল নওসাদের। তার মাঝেই ভাষণ দিচ্ছিলেন তিনি। 

Comments :0

Login to leave a comment