আগামী রবিবার ৮জুন হেদুয়া পার্কের উত্তর কলকাতার উদয়ের পথে রক্তদান শিবির হতে চলেছে। গত ২৬বছর ধরে চলছে এই রক্তদান শিবির। প্রত্যেক বছরই প্রায় ১০০০জনেরও বেশি মানুষ এইখানে রক্তদান করে থাকেন । এটি ২৭তম বর্ষ এই রক্তদান শিবিরের ।এইবার এই রক্তদান শিবিরের তরফ থেকে রক্তদাতাদের যে সার্টিফিকেট দেওয়া হবে সেখানে এবার সই থাকতে চলছে ক্রিকেটার মহম্মদ শামির। এর আগেও ওয়াসিম আক্রম , সৌরভ , শচীন , কাফু , মার্টিনেজ , বিরাটের মতো তারকাদেরও সই করা সার্টিফিকেট দেওয়া হয়েছিল এই রক্তদান শিবিরে। ২০২৩সালে করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার পর এই রক্তদান শিবির থেকে রক্ত দেওয়া হয়েছিল আহতদেরকে। এই রক্তদান শিবিরের জন্য বহু খেলোয়াড় ও শিল্পীরা আবেদন জানিয়েছিলেন। প্রীতম কোটাল , সৌভিক চক্রবর্তী , দীপেন্দু বিশ্বাসের মতো খেলোয়াড়রা আবেদন জানিয়েছিলেন। ওইদিন রক্তদানের পর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার কৃতি ছাত্রছাত্রীদের হাতে উপহার স্বরূপ একটি করে গাছের চারা তুলে দেওয়া হবে।
North Kolkata Udoyer Pothe Blood Donation Camp
উত্তর কলকাতা উদয়ের পথে রক্তদান শিবিরের সার্টিফিকেটে সই শামির
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0