দিল্লির এইমসে মারা গিয়েছে ওড়িশার ১৫ বছরের সেই কিশোরী। প্রায় ৭০ শতাংশ দগ্ধ অবস্থায় তাঁকে ভুবনেশ্বর থেকে এনে ভর্তি করা হয় দিল্লির এই হাসপাতালে।
ওড়িশায় পরপর কিশোরী এবং মহিলাদের ওপর নিপীড়নের ঘটনায় তীব্র সমালোচনার মুখে রাজ্যের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি শনিবার বলেছেন, ‘‘সব চেষ্টা সত্ত্বেও কিশোরীকে বাঁচানো যায়নি।’’
পুরী জেলার এই কিশোরীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল দগ্ধ অবস্থায়। প্রাথমিক বয়ানে হাসপাতালেই চরম যন্ত্রণার মধ্যে সে জানিয়েছিল যে তিন যুবক বাইকে এসে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিল। ঘটনায় তীব্র ধিক্কার জানায় রাজ্যের সব অংশ।
কয়েকদিন আগেই ওড়িশার বালেশ্বরের এক ছাত্রী আত্মহত্যা করে। কলেজের অধ্যাপকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ জানালেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
ওড়িশায় এবারই প্রথম আসীন হয়েছে বিজেপি। সরকারে নরেন্দ্র মোদীর দল আসীন হওয়ার পর থেকে লাফিয়ে বেড়েছে নারী নির্যাতনের ঘটনা।
পুরীর এই কিশোরীর ঘটনায় পরে প্রশাসনের সূত্র থেকে দাবি করা হয়েছে যে বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে হাসপাতালে দায়ের বয়ানে তিন বাইক আরোহীর প্রসঙ্গ বলেনি কিশোরী। সে জানিয়েছে যে নিজেই কেরোসিন ডেলে গায়ে আগুন লাগিয়েছে। প্রশাসনের সূত্র তেকে ছড়ানো এই বক্তব্য ঘিরে অবিশ্বাস রাজ্যের সর্বত্র।
Odisha Girl Death
দিল্লির হাসপাতালে মৃত্যু ওড়িশার আরেক কিশোরীর, ক্ষোভ সর্বত্র

×
Comments :0