PARALYMPICS 35 MEDALS

প্যারালিম্পিকের পদক সংখ্যায় ভারতের ‘সিলভার জুবিলি’

খেলা

জুডোতে ব্রোঞ্জজয়ী কপিল পারমার।

বৃহস্পতিবার প্যারালিম্পিকের অষ্টম দিনে আবারও এক ইতিহাস গড়লো ভারত । প্যারালিম্পিকের ইতিহাসে প্রথমবার জুডোতে পদক পেল ভারত। পদক জয়ের কারিগর কপিল পারমার। 

জুডোয় ৬০ কেজির ইভেন্টে ব্রাজিলিয়ান প্রতিপক্ষ এলিটন অলিভেরাকে মাত্র ৩৩ সেকেন্ডেই পরাজিত করে ব্রোঞ্জ পদক জেতেন কপিল। ২৪ বছরের কপিলকে তার আগে অবশ্য সেমিফাইনালে ইরানের প্রতিপক্ষের কাছে ১০ - ০ তে নাস্তানাবুদ হয়েছিলেন। কপিলের ব্রোঞ্জ জয়ে ভারতের পদক সংখ্যা পৌঁছালো সিলভার জুবিলিতে। অর্থাৎ আপাতত ভারতের দখলে রয়েছে মোট ২৫ টি পদক।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন