LIGUE 2

লিগ ওয়ানে এবার প্যারিস ডার্বি

খেলা

PARIS FC WILL PLAY IN LIGUE 1 AFTER 46 YEARS ছবি সৌজন্য -প্যারিস এফসি অফিসিয়াল ফেসবুক পেজ

গত ম্যাচে ফ্রান্সের লিগ ২ তে মার্টিগুয়েসের সঙ্গে ১-১ গোলে ড্র করে লিগ ওয়ানে জায়গা করে নিয়েছে প্যারিসের ক্লাব প্যারিস এফসি । অর্থাৎ আগামী মরশুম থেকে প্যারিস সেন্ট জার্মেইনের সঙ্গে ডার্বিতে মুখোমুখি হবে এই প্যারিস এফসি । প্যারিসের এই দুই ক্লাবের ইতিহাস বড়ই আকর্ষণীয়। ১৯৬৯সালে প্যারিস এফসি গঠিত হওয়ার পর ১৯৭০ সালে প্যারিস এফসি এবং স্টেট্ সেন্ট জার্মেইন এই দুই ক্লাব  মার্জ করে গঠিত হয় প্যারিস সেন্ট জার্মেইন। পরবর্তীতে প্যারিস এফসি বেরিয়ে আসে এই মার্জ থেকে । প্রায় ৪৬বছর আবার প্যারিস আবার এফসি খেলবে লিগ ওয়ানে। ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট আগামী মরশুম থেকে প্যারিস এফসিকে পৃষ্ঠপোষকতা করবেন। তিনি জানিয়েছেন যে , প্যারিস এফসিকে ফ্রেঞ্চ , ইউরোপ এবং বিশ্বের অন্যতম সেরা ফুটবল ক্লাব তৈরি করাই তার প্রধান লক্ষ্য। এখনও অব্দি এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ১৭বারের মুখোমুখি সাক্ষাতে ১১বারই জিতেছে পিএসজি এবং ৬টি ম্যাচ ড্র হয়েছে। আগামী মরশুমে তাই চিরপ্রতিদ্বন্দ্বী পিএসজির বিরুদ্ধে জয়ের খাতা খুলতে মরিয়া প্যারিস এফসি।  

Comments :0

Login to leave a comment