মুম্বইয়ে হারিয়ে ফাইনালে উঠল পাঞ্জাব কিংস। অধিনায়ক হিসেবে পর পর দুইবার ফাইনালে নামবেন শ্রেয়স। বৃষ্টির কারণ দেখিয়েই বিসিসিআই ফাইনালসহ প্লে অফের ম্যাচ ইডেন থেকে সরিয়ে নিয়ে গিয়েছিল আহমেদাবাদে। রবিবার সেই বৃষ্টির কারণেই আহমেদাবাদে নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরেই খেলা শুরু হয়। প্রথমে ব্যাট করে মুম্বই ২০৩ রান করে। মাত্র ৮ রান করেন রোহিত। তবে তিলক বর্মা ও সূর্যকুমারের যুগলবন্দীতেই ২০০ রানের গণ্ডি পার করে মুম্বই। দুইজনেই করেন ৪৪ রান। পাঞ্জাবের হয়ে ওমারাজি দুটি উইকেট নেন। এছাড়াও চাহাল, জেমিসন ও স্টোইনিসও উইকেট পান। পরবর্তী ইনিংসে ব্যাট করতে নেমে পাঞ্জাবের জয়ের নায়ক অধিনায়ক শ্রেয়স। ৪১ বলে ৮৭ রানের একটি অধিনায়কচিত ইনিংসই খেলেন তিনি। ২৯ বলে ৪৮ করেন নেহাল। রোহিত বনাম বিরাটের লড়াই দেখা যাচ্ছেনা ফাইনালে। তবে অধিনায়ক হিসেবে পর পর দুইবার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি শ্রেয়সের সামনে। রোহিত ও ধোনি এই কাজ করেছেন। এছাড়াও বেঙ্গালুরু ও পাঞ্জাব এর আগে কখনই চ্যাম্পিয়ন হয়নি। তাই বিশ্ব ক্রীড়াজগতের এই অত্যাশ্চর্য বছরে আইপিএল পেতে চলেছে নতুন এক চ্যাম্পিয়নকে।
Indian Premier League
পর পর দুইবার ফাইনালে শ্রেয়স
 ছবি প্সৌজন্য - আইপিএল অফিসিয়াল ফেসবুক পেজ
                                    ছবি প্সৌজন্য - আইপিএল অফিসিয়াল ফেসবুক পেজ
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0