কবিতা — মুক্তধারা, বর্ষ ২
তোমার জন্মদিনে...
অভীক চ্যাটার্জী
অশনির শনি থেকে
হীরকের খনিতে
তুমি একা জেগে থাকো
ব্যারিটোন ধ্বনিতে
কলকাতা বুঁদ ছিল
সিগমুন্ড ফ্রয়েডে
কাশবন ধরা দিলো
তব সেলুলয়েডে
তোমার ঘরেতে আছে
কান ভেনি অস্কার
বাঙালির মনে প্রাণে
তোমারতো অধিকার
তুমি লেখো, তুমি আঁকো
তুমি ছবি বার বার
শিল্পের শতদলে
তোমারিতো কারবার
তব হাতে বেঁচে ওঠে
গুপী বাঘা চারুলতা
তোমায় বাঙালি বলা
বাঙালির বিলাসিতা
তোমার জন্মদিনে
প্রণমামী বার বার
তুমি গুরু অভুলান
তুমি গুরু সবাকার।।
Comments :0