কবিতা
মুক্তধারা
⚖️সেই জবাবের অপেক্ষা
বিপ্রদীপ আচার্য্য
নতুন বন্ধু
২৭ আগস্ট ২০২৫ / বর্ষ ৩
ভারত আমার ভারতবর্ষ
স্বদেশ আমার স্বপ্ন গো
তোমার ভূমিতে জন্ম নিয়েছে
কিছু অসুরের বংশও
মেয়েরা মা ও বোনের সমান তাদেরই হচ্ছে ঘোর অপমান সইছে শত নির্যাতন
তাও হয়নি তাদের পতন
যারা ধরেছে অসুরের বেশ টেনেছে শত মাও বোনের
কালো মলিন কেশ
কতদিন ,আর কতদিন থাকবে অনাচারের রেশ
যার বিচার এখনো দেয়নি
এই গোটা মহাদেশ।
এই মাটিতে জন্মেছে কত
রবি ও কাজি
দিয়েছেন সাম্য ,মানবতার মাঝে, আমাদের এই দেশ
যা হচ্ছে তিলে তিলে শেষ।
হায় গো মোদের দেশ
এই মাটিতেই চলছে আজ
জাত ও জাতির ক্লেশ
মানুষ বলে গণ্য অসুর আর অমানুষ হলো তারা ,
যাদের শ্রমে উন্নত আজ
এদেশ রয়েছে খাড়া।
রাম ও রহিমের যুদ্ধে হেথা
হয়নি কোন দলেরই জেতা
তবুও চলছে এই দন্দ
যা চালাচ্ছে কিছু নেতা
এর ফলে অস্ত্রের দোকান
পাচ্ছে কিছু ক্রেতা
এরপর চলল গুলি
উঠল বোমা, দাউ এ রোল,
খালি হলো কত মায়ের কোল, বইল রক্ত বন্যা।
এরই জন্য জন্ম নিলো
শতবিধবা কন্যা
হায় গো মোদের দেশ
রেশন থেকে শিক্ষা
সবই হচ্ছে শেষ
দেওয়াল ভেঙে উদ্ধৃত টাকা ও ছাদ থেকে গরু
কোথাও বা ধর্মে ধর্মে
আগুন লাগানো শুরু
কোথায় সেইসব নাটেরগুরু
রাজ্য থুরি,গোটা দেশ
যে আজ রসাতলে
করুন কিছু নিজের
আপন সৎ বাহুবলে
আমরা তো সব আমজনতা আপনারাই তো আসল
বিচার দিন তিলত্তমার
আর দিন সেই শিক্ষা, চাকরি আনন্দ আর মাঠ ভর্তি ফসল।
করুন কিছু তাহলে ভাববো আমারে এ লেখা ভুল
অপেক্ষায় থাকলাম ফুটবে
কবে নতুন সমাজের ফুল
নবম শ্রেণী, কল্যাননগর বিদ্যাপীঠ খড়দহ,উত্তর ২৪ পরগনা, কল্যাননগর, খড়দহ ৭৪৩৯৪৯৯৬৬৮
Comments :0