কবিতা
মুক্তধারা
রবীন্দ্রনাথ
পরিমল ঘোষ
কবিপক্ষ - ১৬ মে ২০২৫ / বর্ষ ৩
পঁচিশে বোশেখ ভেসে আসে জন্মদিনের ডাক,
দেশ জুড়ে তাই জাগে সাড়া বাজে মঙ্গল শাঁখ।
রবির তেজে প্রাণের বেগে জাগলো বাংলা ভাষা,
তাঁরই লেখায় উঠলো ফুটে জনমনের আশা।
লেখা- রেখা- কাব্যে-গানে তুলনা তাঁর ভার,
তাইতো পেলেন সেরা খ্যাতি নোবেল পুরস্কার।
জীবন যখন থমকে দাঁড়ায় নানা বাধা পেয়ে,
নতুনভাবে চলতে পারি তাঁরই গান গেয়ে।
Comments :0