PROBANDHAY — TAPAN KUMAR BAIRAGYA — LARGEST OPEN ART GALLERY — MUKTADHARA — 28 AUGHST 2025, 3rd YEAR

প্রবন্ধ — তপন কুমার বৈরাগ্য — বিশ্বের সর্বশ্রেষ্ঠ বহিরঙ্গন আর্ট গ্যালারী — মুক্তধারা — ২৮ আগস্ট ২০২৫, বর্ষ ৩

সাহিত্যের পাতা

PROBANDHAY  TAPAN KUMAR BAIRAGYA  LARGEST OPEN ART GALLERY  MUKTADHARA  28 AUGHST 2025 3rd YEAR

প্রবন্ধমুক্তধারা, বর্ষ ৩  অন্য স্বাধীনতা

বিশ্বের সর্বশ্রেষ্ঠ বহিরঙ্গন আর্ট গ্যালারী
 

তপন কুমার বৈরাগ্য

আমরা সকলে অল্পবিস্তর আর্ট গ্যালারীর সাথে পরিচিত। যেখানে একটা সুন্দর ঘরের মধ্যে থাকে চিত্রকর্ম,ভাস্কর্য,
ফটোগ্রাফি,প্রিন্ট এবং অন্যানা শিল্পকর্ম থাকে।যে গুলো একটা গৃহের অন্তরঙ্গ শোভা বর্ধন করে।কিন্তু বহিরঙ্গ আর্ট গ্যালারী
আছে দক্ষিণ আফ্রিকার  ডাকেন্সবার্গ পর্বতমালায়।বিশ্বের ঐতিহ্যবাহী স্থান। এই পর্বতমালায় ৩৫০০০চিত্রকর্ম আছে।
এই পর্বতমালার আরো দুটো নাম আছে। এই পর্বতমালার উপরটা ড্রাগনের পিঠের মতন দেখতে বলে একে ড্রাগন
পর্বতমালা বলা হয়।দক্ষিণ আফ্রিকার সবচেয়ে উঁচু পর্বতমালা।উচ্চতা প্রায় ৩৪৮৬ মিটার।দৈর্ঘ ১০০০কিমি।
জুলু ভাষায় এই পর্বতমালাকে উখা হলাম্বা বলা হয়। যার বাংলা অর্থ বর্শার বাধা।এই নামকরণের একটা কারণ
আছে।এটি একটি ক্ষয়জাত পর্বত।কোন কোন জায়গায় উপরটা বর্শার মতন সূচালো আকার ধারন করে।প্রতিটা
পাথুরে ওভারহ্যাংয়ে সান রক আর্ট আছে।এই পর্বতমালায় আছে ৫০০টির বেশি গুহা।ঝুলন্তস্থানে আছে ২০০০০এর বেশি পৃথক শিলাচিত্র। 
অনুমান করা হয় ১৮০ মিলিয়ন বছর আগে এই ডাকেন্সবার্গ পর্বতমালা সৃষ্টি হয়েছে। এই বহিরঙ্গ আর্টগ্যালারীর চিত্রকর্মগুলো কারা 
সৃষ্টি করেছেন তা আজো সকলের অজানা।তবে বুশম্যানদের শান্তিপূর্ণ গল্পের ইতিহাস এইসব বহিরঙ্গ আর্টগ্যালারীতে দেখা যায়।
ডাকেন্সবার্গ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ থাবানা এনটেন নিয়ালা।যার উচ্চতা১১৪২৪ ফুট।এই পর্বতমালায় প্রচুর বৃষ্টিপাত হয়।
যার জন্য এই পর্বত থেকে অসংখ্য নদনদী,সৃষ্টি হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য অরেঞ্জ নদী এবং টুবোলা নদী।
দক্ষিণ আফ্রিকার দীর্ঘতম নদী এই অরেঞ্জ নদী।এই পর্বতমালা সেজে ওঠে সেপ্টেম্বর অক্টোবর এই দুইমাস এবং মার্চ থেকে এপ্রিল
এই দুইমাস। এখানে তখন বসন্ত এবং শরৎ ঋতু বিরাজ করে। সূর্যের আলোয় পর্বতমালাটা নানা রঙ ধারন করে। বহিরঙ্গ
আর্টগ্যালারীগুলো যেন অপরূপ লাগে।মনে হয় সব ছবিগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে।বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত থুবোনা
জলপ্রপাত থেকে ঝরঝর করে জলের ধারা নেমে আসে। সবুজ ঘাস এবং বনে বনে অপূর্ব সুন্দর সব ফুল ফোটে। আছে নানা ধরনের পশুপাখী।
না দেখলে বিশ্বাস করা যায় না এতো সুন্দর তৃণভূমি,বনভূমি এবং বহিরঙ্গ আর্টগ্যালারী নিয়ে দক্ষিণ আফ্রিকায় সশরীরে
হাজির আছে ভ্রমণপিপাসু মানুষদের জন্য ডাকেন্সবার্গ সুন্দর এক পর্বতমালা। যা বিশ্ববাসীর বিস্ময়।

Comments :0

Login to leave a comment