এ মরশুমে বিভিন্ন ফুটবল ক্লাব বহু বছর পর জিতেছে ট্রফি। নিউক্যাসেল থেকে শুরু করে ক্রিস্টিয়াল প্যালেস , বোলোগনা সবাই ট্রফি জিতেছে ৫০ অথবা ৭০ বছর পর। এই ধারা অব্যাহত রাখল এবার প্যারিস সেন্ট জার্মেইন। অধরা চ্যাম্পিয়ন্স লিগ তারা জিতল ইন্টার মিলানকে হারিয়ে। ৫-০ গোলের একপেশে ফাইনালে দাঁড়াতেই দিলোনা ইতালিয়ান জায়ান্টকে।ম্যাচের নায়ক ডিসায়ার দৌউর। ২০ ও ৬৩মিনিটে জোড়া গোল করেন ১৯বছরের এই ফরাসি উইঙ্গার। ম্যাচের রাশ প্রথম থেকেই হাতে নিয়েছিল পিএসজি। ভিটিনহা , ডেম্বেলেরা নিজেদের মধ্যে পজিশনিং গেম খেলছিলেন। পজিশন হারানোর পর দ্রুত ' প্রেসিং ' এর মাধ্যমে বল ছিনিয়ে নিচ্ছিলেন বিপক্ষের পা থেকে। কাজে আসেনি সিমোন ইনজাঘির ট্যাকটিকস। বল কাড়তে পারছিলেননা মার্কস , লাউতারোরা। ১২মিনিটে গোলের মহড়া শুরু করেন হাকিমি। দৌরের জোড়া গোলের পর ৬৩মিনিটে গোল করে ট্রফি নিশ্চিত করেন কাভার্টসখেলিয়া। ৮৬মিনিটে কফিনে শেষ পেরেক পুঁতে দেন মায়ালু। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জয় করে প্যারিসের দলটি । বার্সিলোনা প্রায় ১০বছর চ্যাম্পিয়ন্স লিগ জয় না করতে পারলেও ২০১৫তে তাদের চ্যাম্পিয়ন্স লিগ দেওয়া সেই কোচ লুইস এনরিকে জিতলেন তার দ্বিতীয় শিরোপা প্রতিপক্ষকে নাস্তানাবুদ করেই।
UEFA Champions League
মরশুমের ধারা অব্যাহত রাখল পিএসজি
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0