Praggnanandhaa

ফের ড্র প্রজ্ঞানন্দের

খেলা

ভারতের গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ দ্বিতীয় ম্যাচে ড্র করলেন। ফ্রান্সের ম্যাক্সিম ভাসিয়ের লাগ্রেভের সঙ্গে গ্র্যান্ড চেস ট্যুরের সেমিফাইনালে এটি দ্বিতীয় ড্র প্রজ্ঞানন্দের। 
‎খেলার পর প্রজ্ঞানন্দ বলেছেন, 'আমি স্বাভাবিক খেলতে চেয়েছিলাম। কঠিন লড়াই ছিল, লড়েছি। এখানে ড্র খুব একটা খারাপ ফল নয়। একটু দ্রুত খেলেছি কেবল।'
‎ক্লাসিক্যাল খেলায় ড্র করার পর এই দুজনের মধ্যে ছটি ম্যাচের প্রতিযোগিতা হবে। দু'টি র‍্যাপিড এবং চারটি ব্লিৎজ গেমের।  

Comments :0

Login to leave a comment