আইপিএলে ফের হারের মুখ দেখল চেন্নাই সুপার কিংস। লড়াই করেও ২ রানে বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হার ধোনির দলের। প্রথমে ব্যাট করে ২১৩ করে বিরাটের দল। ৩৩ বলে ৬২ করেন বিরাট । ৩৩ বলে ৫৫ করেন বেথেল। চেন্নাইয়ের হয়ে পথিরানা ৩টি , স্যাম কুরান একটি এবং নুর আহমেদ ১টি উইকেট নেন। পরবর্তীতে ব্যাট করতে নেমে ১৭ বছরের আয়ুষ ৪৮ বলে ৯৪ রান করেন। ৪৫ বলে ৭৭ করেন জাদেজা। মূলত জাদেজার দুর্ধর্ষ ব্যাটিংয়ের জেরেই ম্যাচটিকে লড়াইয়ের জায়গায় নিয়ে গেছিল চেন্নাই। তবে শেষ রক্ষা হলনা। ফের একবার হারের মুখ দেখল আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা ফ্রাঞ্চাইজ।
Indian Premier League
রুদ্ধশ্বাস ম্যাচে জয় বেঙ্গালুরু

×
Comments :0