মঙ্গলবার আইপিএলের মেগা ফাইনাল। ফাইনালে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। দুইদলের কাছেই সুযোগ রয়েছে চ্যাম্পিয়নের তালিকায় প্রথমবার নিজেদের জায়গা করে নেওয়া। বৃষ্টির ভ্রূকুটি মঙ্গলবারও রয়েছে আহমেদাবাদে। ২০১৪তে ফাইনালে উঠেও হারতে হয়েছিল পাঞ্জাবকে। অন্যদিকে ২০১৬তে বেঙ্গলুরুও ফাইনালে উঠেও হেরে গিয়েছিল হায়দরাবাদের কাছে। তাই এই দুইদলেরই ফাইনালে হারের অভিজ্ঞতা রয়েছে। ফাইনালের আগে ভারতের সকল ক্রিকেটপ্রেমীরা চাইছেন বিরাটের হাতে আইপিএল ট্রফিটি দেখতে। আইপিএলের ১৭বছরের ইতিহাসে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি বেঙ্গালুরু। এর মোট তিনবার ফাইনালে উঠেও ফিরতে হয়েছিল খালি হাতে। এইবার তাই আর পিছন ফিরে তাকাতে চাইছেনা রজত পাট্টিদের বেঙ্গালুরু। গত ম্যাচে প্লে অফে এই পাঞ্জাবকেই তারা নাস্তানাবুদ করছিলো তাদের বোলিং দিয়েই। শ্রেয়স , জশ ইংলিশদের কাছে সেদিন কোনো জবাব ছিলনা এই বোলিংয়ের। মঙ্গলবারও সেই চেষ্টাই থাকবে চাহাল , হ্যাজেলউডরা। ব্যাটিংয়ের জন্য রয়েছেন সেই বিরাটই। অন্যদিকে পাঞ্জাব গত ম্যাচে মুম্বইকে হারিয়েছে শ্রেয়সের অধিনায়োকোচিত পারফরম্যান্সের উপর ভিক্তি করেই । রান তারা করার ইনিংসে শ্রেয়স করেছিলেন ৮৭রান। তাকে যোগ্য সহায়তা করার জন্য থাকবেন যশ ইংলিশ , নেহালরা। এই ফাইনালটি হতে চলছে পাঞ্জাবের ব্যাটিং বনাম বেঙ্গালুরুর বোলিংয়ের মধ্যেই। তবে আহমেদাবাদের এই পিচে খানিক বাউন্স থাকায় সুবিধাই পেতে চলেছেন ব্যাটাররা। এটি মূলত ব্যাটিং পিচ। স্পিনাররা এখানে খুব বেশি সুবিধা করতে পারবেননা। তাই বেঙ্গালুরুর স্পিনারদের খুব সতর্কভাবেই বোলিং করতে হবে। এই পিচেই টসে জিতে প্রথমে ব্যাটিং করা দল জয় পেয়েছে । এঘটনা এই মোদি স্টেডিয়ামে ঘটেছে গত ১০ম্যাচের মধ্যে মোট ৬টি ম্যাচেই। ফলে পরিসংখ্যানও কথা বলছে ব্যাটারদের পক্ষেই। আইপিএলের ফাইনালে এখনও পর্যন্ত মোট দুইজনই শতরান করতে পেরেছেন। ২০১৪তে পাঞ্জাবের হয়ে কলকাতার বিরুদ্ধে ১১৫রান করেন বাংলার ঋদ্ধিমান সাহা এবং ২০১৮তে ১১৭রান করেন চেন্নাইয়ের শেন ওয়াটসন। এবার দেখার এই রেকর্ড কেউ ফাইনালে স্পর্শ করতে পারেন কিনা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭:৩০টায়।
বেঙ্গালুরুর সম্ভাব্য প্রথম একাদশ - বিরাট , রজত , লিভিংস্টোন , শর্মা , স্টেফার্ড , করুণাল পান্ড্য , ভুবনেশ্বর কুমার , যশ দয়াল , যশ হ্যাজেলউড , স্যুয়াশ শর্মা ও ফিল সল্ট।
পাঞ্জাবের সম্ভাব্য প্রথম একাদশ - শ্রেয়স , প্রিয়াংশ , নেহাল , মার্কস স্টইনিস্ , শশাঙ্ক সিং , ওমরাজি , জেমিসন , বিজয়কুমার , চাহাল , অর্শদিপ ও যশ ইংলিশ ।
 
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0