অবশেষে ১৭ বছরের প্রতীক্ষার অবদান ঘটল। বিরাটের হাতে উঠল আইপিএল ট্রফি। ৬ রানে পাঞ্জাব কিংসকে হারাল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টসে জিতে প্রথমে ব্যাট করে ১৯০ করে বেঙ্গালুরু। ৩৫ বলে ৪৩ করেন বিরাট। ১৬ বলে ২৬ করেন রজত। দ্বিতীয় ইনিংসে তাড়া করতে নেমে ১৮৪ তে শেষ হল পাঞ্জাবের ইনিংস । বোলিংয়ে বেঙ্গালুরুর নায়ক কৃনাল পান্দ্য ও হ্যাজেলউড। ভুবনেশ্বর কুমার নেন ২ টি উইকেট। শেষ দিকে শশাঙ্ক ( ৬১ ) চেষ্টা করলেও তখন অনেক দেরি হয়ে গেছে । ট্রফিতে নাম লেখা ততক্ষণে হয়ে গেছে বেঙ্গালুরুর। ক্যারিয়ারের এই একমাত্র অধরা এই ট্রফি বিরাট আজ জিতলেনই শুধু নয় অর্জন করলেন ১৭ বছর ধরে একই ফ্র্যাঞ্চাইজিতে থেকে যাওয়ার আনুগত্য ও বিশ্বস্ততার প্রতিদান। মাঠে উপস্থিত ছিলেন বেঙ্গালুরুর দুই প্রাক্তনী ক্রিস গেইল ও এবি ডিভিলিয়ার্স। বিশ্ব ক্রীড়াজগতের এই আশ্চর্য বছরে অত্যাশ্চর্যজনক ঘটনা ঘটাল বেঙ্গালুরু। রোহিত , ধোনি , শচিন, গম্ভীরের কাছে যে ট্রফি আছে । এখন বিরাটের কাছেও সেই ট্রফি আছে।
Indian Premier League
স্বপ্নপূরণ বিরাটের
 ছবি সৌজন্য - আইপিএল অফিসিয়াল ফেসবুক পেজ
                                    ছবি সৌজন্য - আইপিএল অফিসিয়াল ফেসবুক পেজ
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0