LEFT CAMPAIGN GHATAL

দেশে বিজেপি, রাজ্যে তৃণমূলকে হারাতে ভোট জনতার, ঘাটালে রবীন দেব (ভিডিও)

রাজ্য লোকসভা ২০২৪

ঘাটালে সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলির প্রচারে রবীন দেব। ছবি ও ভিডিও: প্রিতম ঘোষ

অনিন্দ্য হাজরা, ঘাটাল
বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলির প্রচারে ঘাটাল শহরজুড়ে কর্মসূচিতে অংশ নিলেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব। ঘটাল শহরে বুধবার প্রচারসভায় তিনি বলেছেন, ‘‘৪২৮ আসনে নির্বাচন বিজেপি ধরাশায়ী। এরাজ্যে তৃণমূল ধরাশায়ী, দু‘দফায় ১১৫টি আসনে ভোট দু’দফায়। প্রস্তুতি চলছে দেশে বিজেপি আর রাজ্যে তৃণমূলকে পরাস্ত করার লক্ষ্যে।’’ 

২৫ মে ষষ্ঠ দফায় ভোট ঘাটালে। দেব বলেন, ‘‘মুখ্যমন্ত্রী প্রলাপ বকছেন, রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আক্রমণ করছেন। কিন্তু একবারও আরএসএস’র বিরুদ্ধে বলছেন না। বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে বলছেন না। মিথ্যাচার করছেন। বিবেকানন্দের বাড়ি বামফ্রন্ট সরকারের সময়ে রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দেওয়া হয়েছিল। ১৯৯৮ সালে। তিনি বলছে, তৃণমূল নাকি তুলে দিয়েছে। যারা রেল অন্তর্ঘাত করেছিল সেইছত্রধর মাহাতো, তাদের সার্টিফিকেট দিচ্ছেন। আজ মুখ্যমন্ত্রী বলছেন নন্দীগ্রাম ঘটিয়েছিল অধিকারী পরিবার। আর এই অধিকারী পরিবারের সহায়তা নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন।’’


দেব বলেন, ‘‘আমাদের বামফ্রন্ট কর্মীদের খুন করল। শালবনির ইস্পাত কারখানার শিলান্যাস হয়ে গিয়েছিল। সেদিন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টচার্যের কনভয়ে বিস্ফোরণ করেছিল এই বাহিনী। আর আজ শালবনির ইস্পাত কারখানা বন্ধ। সিঙ্গুরে কারখানা করতে দিল না। সে সময়ে মাওবাদী সেজে যারা কর্মসংস্থানের সুযোগ ধ্বংস করেছে, তারাই আজ তৃণমূল করছে।’’  
প্রার্থী তপন গাঙ্গুলি বলেন, ‘‘মানুষের ব্যাপক সাড়া। মানুষ পরিবর্তন চাইছে। যারা উন্নয়নের কথা বলছেন, তারা দশ বছর এখানে সাংসদ। ঘাটালের উন্নয়নের প্রশ্নে, সারা দেশে জনতার সামাজিক সুরক্ষার প্রশ্নে তাঁদের বিচলিত হননি। শিলাবতী, রূপনারায়ণের সংস্কার নিয়ে আন্দোলন করেছেন বামপন্থীরাই।’’

Comments :0

Login to leave a comment