ভোটচুরির প্রসঙ্গ তুলে বিহারে নির্বাচনী প্রচারে সরব হলেন লোকসভা বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী।
বুধবার মুজফ্ফরপুরে রাহুল বলেছেন বিহারে দারিদ্র এবং দেশে বৈষম্যের বিরুদ্ধেও। তিনি বলেছেন, ‘‘নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রের বিজেপি জোট সরকার একদিকে বিলিওনেয়ার তৈরি করছে। আর বিপুল সাধারণ মানুষ বিপন্ন, রোজগার নেই।’’
রাহুল বলেন, ‘‘হরিয়ানা, মহারাষ্ট্রে বিজেপি’র ভোটচুরি ধরা পড়ে গিয়েছে। বিহারেও ভোটচুরি করে জিততে চাইছে বিজেপি।’’
এদিনই দ্বারভাঙায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি’র অমিত শাহ। তিনি আক্রমণ করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং আরজেডি প্রতিষ্ঠাতা লালুপ্রসাদ যাদবকে। অমিত শাহ বলেন, ‘‘ভোটচুরি নিয়ে ‘মহাগঠবন্ধন’ চেঁচাচ্ছে কারণ অনুপ্রবেশকারীদের নাম বাদ গিয়েছে এসআইআর-এ।’’ তিনি বলেন, ‘‘লালুপ্রসাদ যাদব চাইছেন তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী করতে। আর সোনিয়া গান্ধী চাইছেন রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করতে। কিন্তু কোনও পদই ফাঁকা নেই।’’
উল্লেখ্য, বিহারে এসআইআর প্রক্রিয়ার পরও কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানাতে পারেনি বাদ পড়া নামের কতগুলি অনুপ্রবেশকারীদের। সুপ্রিম কোর্টে দায়ের মামলার শুনানিতেও তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে নির্বাচন কমিশন।
রাহুল বলেছেন, ‘‘মিথ্যার রাজনীতি করছেন প্রধানমন্ত্রী। ভোটের জন্য নকল যমুনা তৈরি করেছেন। ছটের দিন যমুনায় স্নান করার কথা বললেন। যমুনার ধার ঘেঁষে পাইপলাইনের জল দিয়ে জলাশয় তৈরি হলো। ভোটের জন্য সবকিছু করতে পারেন নরেন্দ্র মোদী। মঞ্চে উঠে নাচতেও পারেন।’’
রাহুল বলেন, ‘‘নীতীশ কুমার আসলে মুখ। তাঁকে নিয়ন্ত্রণ করা হয় দিল্লি থেকে।’’
‘মহাগঠবন্ধন’ মুখ্যমন্ত্রী পদের মুখ হিসেবে তেজস্বীর নাম ঘোষণাই করেছে। কিন্তু বিজেপি জোট এনডিএ নীতীশকে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে ঘোষণা করতে নারাজ।
Rahul Bihar
বিহারেও ভোটচুরি করে জিততে চাইছে বিজেপি, প্রচারে বললেন রাহুল
পিপরা কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী রাজমঙ্গল প্রসাদ বাড়ি বাড়ি প্রচারে।
×
Comments :0