রেকর্ড রান টপকে ফাইনালে উঠেছেন জেমিমারা। রবিবার মহিলা একদিনের বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টক্কর দেখার জন্য মুখিয়ে রয়েছে দেশ।
রবিবার মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমিতে বিকেল তিনটেয় ম্যাচ।
বৃহস্পতিবার রাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ভারতীয় মহিলা টিমের দুরন্ত ও অবিশ্বাস্য জয় জনমনে ব্যাপক প্রভাব ফেলেছে। সেমিফাইনালের রাতে দেশজুড়ে দেখা গিয়েছে আগ্রহের নানা ঝলকও। ফলত রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ফাইনাল ম্যাচ ঘিরে আগ্রহ তুঙ্গে।
কালকের ম্যাচে সাতবারের চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া ভারতের জন্য ৩৩৯ রানের লক্ষ্য খাড়া করে। এই রান মহিলা একদিনের ক্রিকেটে রেকর্ড। কিন্তু সেই রেকর্ড ভেঙে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল ফাইনালে নিজেদের জায়গা করে নেয়। কঠিন সময়ে জেমিমা রডরিগজ দুরন্ত ইনিংস উপহার দেন। ১৩৪ বলে ১২৭ রান করেও নট-আউট থেকে জেমি দলকে তোলেন ফাইনালে। তৃতীয়বারের জন্য মহিলা একদিনের বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে উঠল ভারত। পাশাপাশি,অস্ট্রেলিয়ার খুব গুরুত্বপূর্ণ পাঁচজন খেলোয়াড়ের উইকেটও নিয়ে নেন তিনি। হতমনপ্রীতের সঙ্গে জেমিমার জুটি ১৬৭ রান যোগ করে। হরমনপ্রীত নিজে করেন ৮৯ রান।
জয়ের জন্য অভিনন্দন জানিয়ে মহিলা টিমের কোচ অমল মুজুমদার বলেন, ‘আমি বিশ্বাস করে এসেছি পরিস্থিতি অনুযায়ীই নিজেকে তৈরি করে নেওয়ার ক্ষমতা জেমির রয়েছে। তবে এই ইনিংসটি সত্যিই অবিশ্বাস্য ছিল।’’
ODI - WOMENS CRICKET
রেকর্ড ডিঙিয়ে ফাইনালে, জোমিমাদের ঘিরে প্রত্যাশার পাহাড়
×
Comments :0