প্রতিবাদের জেরে পথ কুকুর সংক্রান্ত আবেদনের শুনানির জন্য তিন বিচারপতির বেঞ্চ গড়ল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার, ১৪ আগস্ট হবে শুনানি।
দিল্লি এবং রাজধানী সংলগ্ন অঞ্চলে সব পথ কুকুর সরানোর নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালতই। এই রায় ঘিরে দেশের সর্বত্র প্রতিবাদ হয়। তার জেরে বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ বেহতা এবং এনভি অঞ্জনার বেঞ্চ গঠন করেছে আদালত।
গত ১১ আগস্ট বিচারপতি জেবি পরদিওয়ালা এবং আর মহাদেবনের বেঞ্চ বরাবরের মতো সব পথ কুকুর দিল্লির রাস্তা থেকে সরানোর নির্দেশ দিয়েছিল।
পথ কুকুর সংক্রান্ত আরেকটি মামলার শুনানিতে আববেদনকারীরা এই রায় নিয়ে আবেদন জানান প্রধানবিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চে। তিনি বলেন, বিষয়টি দেখা হবে। রাতে সুপ্রিম কোর্ট নতুন বেঞ্চ গড়ার সিদ্ধান্ত জানিয়েছে।
তিন বিচারপতির বেঞ্চ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে শুনানি শুরু করবে।
Street Dog
পথ কুকুর সংক্রান্ত আবেদন শুনতে সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চ

×
Comments :0