লালবাজার অভিযান আটকাতে মরিয়া পুলিশ। অন্যদিকে লালবাজার পর্যন্ত যাবে মিছিল এই মনোভাব নিয়ে পুলিশের মুখোমুখি এসএফআই, ডিওয়াইএফআই এবং মহিলা সমিতির নেতৃত্ব ও কর্মীরা।
পুলিশের পক্ষ থেকে মাইকে বলা হচ্ছে ১৪৪ ধারা জারি থাকায় কোন মিছিল প্রবেশ করতে দেওয়া হবে না। ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে।
নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে তারা নয় সবাই লালবাজার যাবে। পুলিশ যদি বাধা দেয় তবে ব্যারিকেড ভাঙা হবে। প্রয়োজনে রাস্তাব বসে চলবে বিক্ষোভ।
Lal bazar abhijan
পুলিশের মুখোমুখি ছাত্র, যুব, মহিলারা

×
মন্তব্যসমূহ :0