Hyderabad Central University

হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে জয়ী এসএফআই

জাতীয়

হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এবিভিপি’কে পর্যুদস্ত করে বিপুল জয় পেল এসএফআই নেতৃত্বাধীন ছাত্র জোট। এসএফআই’র সঙ্গে রোহিত ভেমুলার সংগঠন আম্বেদকর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এবং দলিত স্টুডেন্টস ইউনিয়ন রয়েছে এই জোটে। এদিন রাতে ভোট গণনা শেষে সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৯টি কেন্দ্রীয় পদের সব কয়টিতেই এসএফআই-এএসএ-ডিএসইউ জোট জয়ী হয়েছে। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন