রবিবার রাত ১২: ৩০টায় ( সোমবার) নেশনস লিগের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও পর্তুগাল। খেলাটি হবে মিউনিখের আলিয়ান্জ এরিনায়। ডেলা ফুয়েন্টের স্পেন যেন অংশ্বমেধের ঘোড়া। গত বছরই ইউরো কাপ জিতেছে তারা। লামিন ইয়ামাল , পেড্রি, ড্যানি ওলমোদের রোখা যাচ্ছেনা। গত ম্যাচে ফ্রান্সকে একটা সময় ৫ গোলে দিয়ে দিয়েছিল স্পেন। পরে অবশ্য ফ্রান্স দারুনভাবে কামব্যাক করার চেষ্টা করেছিল। তবে আক্রমণভাগ ও মাঝমাঠ ভালো হলেও এই দলের প্রধান সমস্যা হল রক্ষণভাগ। কুকুরেল্লা, ডিন হিউসেনদের অভিজ্ঞতার অভাবই ভোগাতে পারে তাদের। স্পেনের প্রধান শক্তিই হল দুই উইং। নিকো উইলিয়ামস ও লামিন আক্রনগুলিতে বিশেষ ভূমিকা নিয়ে থাকেন। ২০০৮ , ২০১০ ও ২০১২ তে পর পর দুইবার ইউরো কাপ ও একটি বিশ্বকাপ জিতেছিল স্পেন। সেই সময়কার সেরা দল হয়ে উঠেছিল দেল বস্কের দল। জাভি, ইনিয়েস্তা , তোরেস , র্যামসরা ছিলেন অপ্রতিরোধ্য। এই বছর নেশনস লিগ ও আগামী বছর বিশ্বকাপ জিততে পারলেই এই স্পেন দলও স্পর্শ করে ফেলতে পূর্বের এই রেকর্ড।
অন্যদিকে , গত ম্যাচে গোল করে নিজের ক্যারিয়ারের ৯৩৭ তম গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এই ৪০ বছর বয়সে এসেও একইরকম ফিটনেস ধিরে রেখেছেন তিনি। গত ম্যাচে জার্মানির বিরুদ্ধে ডিফেন্ডার জোনাথন টাহর সামনে প্রায় ৭ ফুট লাফিয়ে হেড করেছিলেন রোনাল্ডো। এই বয়সেও এইরকম হেড করার ক্ষমতাধারি ফুটবলার তাই এই ফাইনালেও পর্তুগালের জন্য এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারে। পর্তুগালের এই দল খুবই তরুণ। মাঝমাঠে সম্ভবত ভিটিনহা ও জোয়াও নেভেস শুরু করতে পারেন। কিছুদিন আগে এই মাঠেই জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। এছাড়াও নজর থাকবে ২০ বছরের কোয়েন্সেসাওএর দিকে। তার করা দুর্ধর্ষ গোলেই সমতা ফিরিয়েছিল পর্তুগাল। ক্যারিয়ারের আর খুব বেশি বছর বাকি নেই রোনাল্ডোর। তাই আগামী বছর বিশ্বকাপের আগে এই ট্রফি ফের একবার জিততে চান তিনি। এর আগে ২০১৯ সালে নেদারল্যান্ডসকে হারিয়ে এই ট্রফি জিতেছিল পর্তুগাল। গত ম্যাচে জার্মানিকে প্রায় ২৫ বছর হারিয়েছিল পর্তুগাল। সোমবার জিততে পারলে প্রায় ২১ বছর পর ফের একবার স্পেনকে হারাবে পর্তুগাল। ২০০৪ এর ইউরোকাপের ম্যাচে নুনো গোমেজের গোলে জয় পেয়েছিল পর্তুগাল।
স্পেনের সম্ভাব্য প্রথম একাদশ - উনাই সিমোন, পেড্রো, নরম্যান , হিউসেন , কুকুরেলা, পেড্রী রুইজ্, , ইয়ামাল, মেরিনো, ওরাইজাবলা ও উইলিয়ামস।
পর্তুগালের সম্ভাব্য প্রথম একাদশ - দিয়েগো কোস্টা , সেমেডো, ডিয়াজ, ইনাসিও, নুনো মেন্ডেজ, ভিটিনহা, ব্রুনো, জোয়াও নেভেস , সিলভা , নেটো ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
 
                                         
                                    
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0