লোকসভা ভোটের ফল প্রকাশ শুরু হতে না হতেই ব্যাপক পতন শেয়ার বাজারে। মঙ্গলবার, ৪ জুন বেঞ্চমার্ক সেনসেক্স ৪,১৩১ পয়েন্ট বা ৫.৪০ শতাংশ কমে ইন্ট্রাডে সর্বনিম্ন ৭২,৩৩৭.৩৪ স্তরে পৌঁছেছে। 
মূলত ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল ঘিরে এই তীব্র পতন। এর আগে একজিট পোলে বিজেপি সরকারের পক্ষে প্রচার করার মাধ্যমে বাজারকে চাঙ্গা রাখার চেষ্টা করা হয়। গতকালই বাজার খুলতে না খুলতে সেনসেক্স বাড়তে শুরু করে ব্যপকভাবে। তবে এদিন, গণনা শুরু হতেই দেখা যায় এনডিএ জোটকে কড়া টক্কর দিচ্ছে ইন্ডিয়া ব্লক, তাতেই পতন শুরু হয়েছে শেয়ার বাজারে।
Share Market Crash
বিরাট পতন শেয়ার বাজারে
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0