NKDA

এনকেডিএ'র চেয়ারম্যান হলেন শোভন চ্যাটার্জি

রাজ্য

নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনকেডিএ) চেয়ারম্যান করা হলো কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চ্যাটার্জিকে। এই পদে আগে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব ও মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন ব্যানার্জি।

মেয়রের পথ ছাড়ার পর থেকে সক্রিয় রাজনীতিতে ছিলেন না শোভন চ্যাটার্জি। মাঝে ২০২১ সালে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। সম্প্রতি মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন। সেখানেই শোভন ও তার বান্ধবী সঙ্গে সাক্ষাৎ করেন। ফলে জল্পনা ছিলই। এনকেডিএ'র চেয়ারম্যানের পদ পাওয়ার পর থেকে তার দলে ফেরার ইঙ্গিত স্পষ্ট। শুক্রবার এনকেডি এর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয় আলাপন ব্যানার্জির জায়গায় এবার এনকেডিএ'র চেয়ারম্যান হলেন শোভন চ্যাটার্জি।

Comments :0

Login to leave a comment