বৃহস্পতিবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হন ৫ সেনা জওয়ান। তাঁদের মধ্যে এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। রেল পুলিশ ও সেনা সূত্রে পাওয়া খবরে জানা গেছে, এদিন সকালে নটা নাগাদ ত্রিপুরা গামী সেনাবাহিনীর একটি বিশেষ ট্রেন এসে দাঁড়ায় নিউ জলপাইগুড়ি স্টেশেন।
ট্রেনের ট্যাঙ্কারে জল আছে কি না তা পরীক্ষা করতে ট্যাঙ্কের ওপরে ওঠেন এক সেনাকর্মী। সেই সময় হাইটেনশন লাইন স্পর্শ করে ফেলেন তিনি। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন পাঁচজন সেনাকর্মী। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই এক জওয়ানের মৃত্যু হয়। একটি সূত্রে জানা গেছে নিহত সেনা কর্মীর নাম মেহেতা মণিশ(৩৪)। বাকি সেনা কর্মীদের চিকিৎসা চলছে। তাদের নাম এখনো যানা যায়নি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও আধিকারিকরা। এই মুহূর্তেগোটা স্টেশন চত্বর পুলিশ ঘিরে রেখেছে।
যদিও সেনাবাহিনীর তরফে এখনও মৃত্যুর খবর স্বীকার করা হয়নি। ঘটনাস্থলে আরপিএফ, সেনা আধিকারিকরা পৌঁছেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে রেলের আধিকারিকরা। 
                                        
                                    
                                
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0