SAGARDIGHI TRANSFER

হারেের পর সাগরদিঘির বিডিও, রিটার্নিং অফিসারকে বদলি

রাজ্য জেলা কলকাতা

সাগরদিঘির বিডিও’কে বদলি করল রাজ্য প্রশাসন। বদলি করা হয়েছে নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব প্রাপ্ত বিএলএলআর’কে। বদলি করা হয়েছে ৮০ জন ডব্লিউবিসিএস আধিকারিককে। 

সাগরদিঘিতে উপনির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনে প্রায় পঞ্চাশ হাজার ভোটে জয়ী হয়েছিল এই আসনে। 

শুক্রবার বদলি করা হয়েছে সাগরদিঘির বিডিও সুরজিৎ চ্যাটার্জিকে। তাঁকে পাঠানো হয়েছে নদীয়ার কল্যাণীতে। মুর্শিদাবাদের ডেপুটি ডিএল অ্যান্ড এলআরও দিব্যন্দু মজুমদারকে বদলি করা হয়েছে পশ্চিম বর্ধমানে। তাঁকে জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি করা হয়েছে। সাগরদিঘির উপনির্বাচনে তিনি রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন। 

এর আগে নদীয়ার তাহেরপুরে পৌর নির্বাচনে হারের পর বদলি করা হয়েছিল ওসি’কে। 

বিরোধীরা বলছেন, ভোট লুট করতে না পারলেই সংশ্লিষ্ট প্রশাসনের আধিকারিকদের ‘শাস্তি’ দেন মমতা ব্যানার্জি। এক্ষেত্রেও তাই হয়েছে। 

শুক্রবার পরপর বদলির তালিকা বের করে নবান্ন। জানা গিয়েছে মোট আশি ডব্লিউবিসিএস আধিকারিককে এক দফায় বদলি করা হয়েছে। প্রশাসনের তরফে নিয়মমাফিক বদলি বলা হলেও তা পঞ্চায়েত নির্বাচনের আগে নাড়াচাড়া বলে মনে করছে সংশ্লিষ্ট বিভিন্ন অংশ।  

 

Comments :0

Login to leave a comment