girls missing in Siliguri

শিলিগুড়িতে ফের নিখোঁজ তিন নাবালিকা

জেলা

ফের শিলিগুড়ি শহর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হলো তিন নাবালিকা। বুধবার সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ তিন বান্ধবী জন্মদিন পালনের জন্য বাড়ি থেকে বের হলেও রাত পর্যন্ত তারা বাড়িতে ফেরেনি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দীপা রায়,মনিকা সরকার ও প্রিয়াঙ্কা শীল নামে নিখোঁজ তিন নাবালিকারই  বয়স ১৪ বছর। তিনজনই মাটিগাড়ার কবি সুকান্ত হাইস্কুলের ছাত্রী। দুইজন সপ্তম শ্রেনী ও একজন অষ্টম শ্রেনীর ছাত্রী। তিনজনেরই বাড়ি শিলিগুড়ি ১নম্বর ওয়ার্ডের পঞ্চানন কলোনিতে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে দুই নাবালিকাকে কবি সুকান্ত হাইস্কুলের সামনে শেষবার দেখা গিয়েছিলো। এরপর থেকে তিন নাবালিকাই নিখোঁজ হয়ে যায়। রাতে বাড়ি না ফেরায় তিন পরিবারেই উদ্বেগ বাড়তে থাকে। পরিবারের লোকজন হাসপাতাল, রেলস্টেশন, বাজারঘাট সহ বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন। আত্মীয় ও পরিচিত সকলের সাথে যোগাযোগ করেন। কিন্তু তাদের কোন সন্ধান মেলেনি। এরপরে অনেক রাতে প্রধাননগর থানায় নিখোঁজ বিষয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিভিন্ন এলাকার সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তিন নাবালিকার পরিবারের পক্ষ থেকেই তাদের মেয়েদের সুস্থ ও নিরাপদে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। তবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্কুলের পড়ুয়াদের মধ্যে।   
শিলিগুড়িতে ফের নাবালিকা পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে। উল্লেখ্য গত ১৮নভেম্বর প্রকাশ্য দিবালোকে চার নাবালিকা ছাত্রীকে পাচারের চেষ্টা করছিলো এক মহিলা। কিন্তু পাচারের আগেই শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার করা হয়। শিলিগুড়ি বাবুপাড়ার জ্যোৎস্নাময়ী স্কুলের তিন ছাত্রী ও শিলিগুড়ি গার্লস স্কুলের এক ছাত্রী মোট চার নাবালিকা ছাত্রী স্কুলে যাবার জন্য বাড়ি থেকে বের হয়। স্কুলের কাছাকাছি পৌঁছাতেই এক মহিলা ছাত্রীদের টোটোতে তুলে সোজা জংশন স্টেশনে নিয়ে যায়। ট্রেনের টিকিট কাটার সময় টিটি মাস্টারের সন্দেহ হওয়ায় ছাত্রীরা গোটা ঘটনা জানায়। সুযোগ বুঝে পালিয়ে যায় ওই মহিলা। এরপর ছাত্রীদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সেই ঘটনার রেশ মিলিয়ে যেতে না যেতেই ফের নাবালিকা নিখোঁজের ঘটনায় শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Comments :0

Login to leave a comment