UEFA Europa League

তৃতীয় ইউরোপিয়ান খেতাব জয় টটেনহ্যামের

খেলা

ইউরোপা লিগ অফিসিয়াল ফেসবুক পেজ

ম্যানচেষ্টার ইউনাইটেডকে হারিয়ে নিজেদের তৃতীয় ইউরোপা লিগ জিতল টটেনহ্যাম হটস্পার্স। প্রথমার্ধের ৪২ মিনিটে বার্নান জনসন একমাত্র গোলটি করেন সারের পাস থেকে । এই মরশুমে প্রিমিয়ার লিগ একবারও ম্যান ইউনাইটেড হারাতে পারেনি টটেনহ্যামকে। রুবেন অ্যামরিম দারুণ আশা জাগিয়েও ট্রফি জিততে ব্যার্থ। অন্যদিকে পোস্টেকোগলু নিজস্ব ছন্দেই তার দলকে খেলিয়ে খেতাব এনে দিলেন। প্রায় ২০০৮ সালে শেষবার কোনো ট্রফি জিতেছিল টটেনহ্যাম। ইউরোপা লিগ তারা শেষবার জিতেছিল ১৯৮৪ সালে। অধিনায়ক সন হিউং মেন তার প্রাক্তন সতীর্থ হ্যারি কেনের মতোই জিতলেন শিরোপা। কাটল তার ট্রফির জয়ের খড়া।

Comments :0

Login to leave a comment