RUSSIA UKRAINE

ইউক্রেনকে চাপ ট্রাম্পের, জেনেভায় রাশিয়ার সঙ্গে চুক্তি নিয়ে বৈঠক

আন্তর্জাতিক

রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করার জন্য ইউক্রেনের সঙ্গে আলোচনা চালাচ্ছে আমেরিকা। সুইৎজারল্যান্ডের জেনেভায় আলোচনা প্রক্রিয়ায় ইউক্রেনের সঙ্গে একদফা কথা হয়েছে পশ্চিম ইউরোপের জার্মানি এবং ফ্রান্সের প্রতিনিধিদের। 
জেনেভায় পৌঁছেছেন আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং বিদেশ সচিব মার্কো রুবিও। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইউক্রেনকে এই ২৮ দফা বোঝাপড়ার শান্তি পরিকল্পনা মনে নিতে হবে। তবে জেনেভা বৈঠকে আলোচনা হচ্ছে রাশিয়াকে ছাড়াই। 
গত শুক্রবারই ইউক্রেনের রাষ্ট্রপতি ভোলাদিমির জেলেনস্কি স্বীকার করেছেন যে তিনি কঠিন অবস্থায় রয়েছে। রাশিয়ার সংবাদমাধ্যম জানাচ্ছে জেলেনস্কির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। জেলেনস্কির দেশবাসী উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে ২৮ দফা বক্তব্য মেনে নিলে রাশিয়ার দাবি মেনে নিতে হয়। আবার না মানলে আমেরিকার অর্থ, সামরিক এবং অন্য সহায়তা হারানোর বিপদের মুখে পড়তে হয়। 
আমেরিকা এবং পশ্চিম ইউরোপের মিত্রদের উসকানিতে যুদ্ধে নেমেছিল ইউক্রেন। রাশিয়ার সঙ্গে সংঘাতের বিভিন্ন পর্বে ক্ষয়ক্ষতি হয়েছে দু’তরফেই। কিন্তু বিবিসি’র মতো পশ্চিমী সংবাদমাধ্যম স্বীকার করে নিচ্ছে যে রাশিয়ার সামরিক দাপটকে বিশেষ ধাক্কা দেওয়া যায়নি। বরং পোখরোভস্ক-মিরনোগ্রাদ সীমান্তে ইউক্রেনের বিধ্বস্ত সেনাকে খাবার পৌঁছাতে রোবট ব্যবহার নিয়ে খবর করছে এখন। 
ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পর জেলেনস্কি সরকারকে সহায়তার বিনিময়ে দেশের বিপুল বিরল খনিজের কর্তৃত্ব আদায় করতে চুক্তির দিকে এগচ্ছিলেন। না হলে সহায়তা বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন। 
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শিল্পোন্নত দেশগুলির নেতৃত্বাধীন জি-২০ গোষ্ঠীর বৈঠকে ইউরোপ এবং কানাডার প্রতিনিধিরা ট্রাম্পের ২৮ দফা পরিকল্পনা সম্পর্কে আশঙ্কা জানিয়েছেন। এই দেশগুলির বক্তব্য, ট্রাম্পের পরিকল্পনা মানলে ভূখণ্ডের কিছু অংশ ছাড়তে হতে পারে ইউক্রেনকে।
রাশিয়া ট্রাম্পের পরিকল্পনায় বিশেষ আপত্তি তোলেনি রবিবার পর্যন্ত। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন এই পরিকল্পনা দু’দেশের চূড়ান্ত সমঝোতা শর্ত নয়। একে ভিত্তি করে ইউক্রেনের সঙ্গে আলোচনা করতে পারে রাশিয়া। 
ট্রাম্প প্রশাসন এর মধ্যেই রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক, বিশেষ করে অপরিশোধিত খনিজ তেল কেনায় নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।

Comments :0

Login to leave a comment