লাটাগুড়ি ও গরুমারা জঙ্গলের মাঝ বরাবর চলা জাতীয় সড়ক থেকে একটি বার্কিং ডিয়ার ও একটি সম্বর হরিণের দেহ উদ্ধার করল বনদপ্তর। প্রাথমিক অনুমান, কোনও যানবাহনের ধাক্কায় ওই দুটি বন্যপ্রাণীর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসা পর্যন্ত নিশ্চিত হতে চাইছেন বনকর্তারা।
শনিবার সকালে জাতীয় সড়কের উপর দুটি মৃত বন্যপ্রাণী পড়ে থাকতে দেখে প্রথমে স্থানীয় মানুষই বনদপ্তরকে খবর দেন। পরে বনকর্মীরা দ্রুত এসে দুটি দেহ উদ্ধার করে নিয়ে যায়।
গরুমারা রেঞ্জের এডিএফও রাজীব দে জানান, “জাতীয় সড়ক থেকে একটি বার্কিং ডিয়ার ও একটি সম্বরের দেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পরেই জানা যাবে।”
বন্যপ্রাণী রক্ষায় ব্যস্ততম এই জাতীয় সড়কে অতিরিক্ত গতি ও অসাবধানতাকে সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন বনদপ্তরের একাংশ।
Deer Bodies Recovered
লাটাগুড়ি ও গরুমারা জঙ্গলের পথে ২টি হরিণের দেহ উদ্ধার
×
Comments :0