ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার গাড়ির কারের ধাক্কায় মৃত এক বাইক চালক। মঙ্গলবার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। মৃত যুবকের নাম মহম্মদ তাজউদ্দিন। ঘটনায় তদন্ত করছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।
মঙ্গলবার সকালে বামনঘাটা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর শওকত মোল্লার কনভয়। পাইলট কারের ধাক্কায় জখম হন এক বাইকচালক। পাইলট কার এবং বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে দুমড়ে মুচড়ে যায় বাইক। পাইলট কারের সামনের অংশেরও ক্ষতি হয়। আহত বাইক চালককে উদ্ধার ভাঙড় নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে কলকাতার এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করে হয়। পরে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Comments :0