গৌতম গম্ভীর এতদিন সামলাচ্ছিলেন মেন্টরের দায়িত্ব। এই বছর কলকাতা নাইট রাইডার্সে গৌতম গম্ভীর ফিরতেই ফের একবার চ্যাম্পিয়নের মুকুট পেয়েছে তারা। তাই এইবার তার জায়গায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টের দায়িত্ব সামলাবেন জাহির খান।
দলের পক্ষে সঞ্জীব গোয়েঙ্কা জানালেন যে হঠাৎ করেই তার জাহিরের কথা মনে হওয়াতে তিনি ফোন করে অফার করেন। জাহিরও জানান যে একসঙ্গে কাজ করতে কোনো সমস্যা হবে না । দলের বোলিং কোচ মর্ণি মরকেল এখন ভারতীয় দলের বোলিং কোচের পদে । তাই সেক্ষেত্রে আপাতত জাহিরই সামলাবেন বোলিং কোচের দায়িত্ব। দলের কোচ জাস্টিন ল্যাঙ্গরের সাথেও কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।
Zahir Khan LSG
লক্ষ্ণৌ সুপার জায়ান্টে যোগ জাহিরের

×
মন্তব্যসমূহ :0