গত ৯ আগস্ট আর জি কর হাসপাতালে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে রাজ্য। সমাজের প্রতিটা স্তরের মানুষ বিচারের দাবিতে পথে নেমেছেন।
ঘটনার ৮৭ দিন পর সিবিআই চার্জশিট এই মামলায় চার্জ গঠনের কাজ শেষ করলো। এবার শুরু হবে বিচারপ্রক্রিয়া। গত ৭ অক্টোবর সিবিআই প্রথম চার্জশিট জমা দিয়েছিল।
শিয়ালদহ আদালতে থেকে বেড়ানোর সময় ধৃত সঞ্জয় রায় বলেন , “আমি কিন্তু পুরোপুরি নির্দোষ। আমায় ফাঁসানো হয়েছে।” সে আরও বলে, "সরকার ফাঁসাচ্ছে, আমি ধর্ষণ-খুন করিনি"।
মন্তব্যসমূহ :0