ভিড়ে ঠাসা কলেজ স্ট্রিটে উপস্থিত চে কন্যা অ্যালেইদা গুয়েভারা। এসএফআই, ডিওয়াইএফআই এবং এআইপিএসও’র পক্ষ থেকে তাঁকে সম্বর্ধনা দেওয়া হবে। শনিবার সকাল থেকেই কলেজ স্ট্রীটে ভীড় জমাতে শুরু করেন বিভিন্ন মানুষজন। শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসবের পরিবেশ তৈরি হয় যাদবপুরে। আজও সেই একই ছবি দেখা যাচ্ছে বই পাড়ায়।
এসএফআই’র পক্ষ থেকে ময়ুখ বিশ্বাস, সৃজন ভট্টাচার্য, প্রতিকুর রহমান যুব’র পক্ষ থেকে মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্ত সম্বর্ধনা দেন। মহিলা সমিতির পক্ষ থেকে কনীনিকা ঘোষ, জাহানারা খান, অজ্ঞু কর সম্বর্ধীত করেন চে কন্যা এবং নাতনিকে।
                                        
                                    
                                
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0