Sheikh Hasina

হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করার আবেদন ইউনুস সরকারের

আন্তর্জাতিক

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘রেড অ্যালার্ট’ জারি করার আবেদন জানালো বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। ইন্টারপোলের কাছে এই আবেদন জানানো হয়েছে। ইউনুস সরকার পূর্বেই হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

মঙ্গলবার ওই দেশের চিফ প্রসিকিউটার মহম্মদ তাজুল ইসলাম সংবাদমাধ্যমে জানিয়েছেন যে হাসিনা যেহেতু দেশ ছেড়েছেন তাই আন্তর্জাতিক পুলিশ সংস্থার কাছে তারা আবেদন জানিয়েছে তাকে গ্রেপ্তার করার জন্য। 

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর হাসিনা এবং তার বোন রেহানা ভারতে চলে আসেন। তারা গণভবন ছাড়ার কয়েক ঘন্টার মধ্যে তার দখল নেয় আন্দোলনকারিরা। ভাঙচুর করা হয় মুজিবের মূর্তি, লুঠ চলে গণভবনে।

তবে শুধু হাসিনা নয়, তার দল এবং প্রশাসনের একাধিক ব্যাক্তির বিরুদ্ধে জারি জরা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন