সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, হকার উচ্ছেদ বন্ধ করতে হবে, উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসন দিতে হবে। কেন্দ্রীয় হকার আইন মেনে ভেন্ডিং কমিটি তৈরি করতে হবে। হকারদের ব্যাঙ্ক ঋণের ব্যবস্থা করে দিতে হবে। হকারদের জন্য সামাজিক সুরক্ষার ব্যবস্থা করতে হবে।
পশ্চিমবঙ্গ স্ট্রিট হকার ফেডারেশন (সিআইটিইউ) এই দাবি সনদ কলকাতা পৌরসভার মেয়র ও মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেবে।
দুটি জায়গা থেকে মূল মিছিল এসে কর্পোরেশনে সামনে জড়ো হবে। বড় বাজারের ত্রিপাল পট্টি থেকে ও নিউমার্কেট থেকে মিছিল এসে কলকাতা কর্পোরেশনের সামনে যুক্ত হয়। মেয়রের কাছে ডেপুটেশন দিয়ে তারপর পাঁচজনের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশনের জন্য যাবে।
বড় বাজার থেকে যেই মিছিল শুরু হয় সেখানে ছিলেন পশ্চিমবঙ্গ স্ট্রিট হকার ফেডারেশনের রাজ্য সম্পাদক আসিতাঙ্গ গাঙ্গুলী, সিআইটিইউ কলকাতা জেলার সম্পাদক দেবাশীষ রায় সহ নেতৃবৃন্দ।
Comments :0