রবিবার সকালে খড়্গপুর আইআইটিতে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত ছাত্রের নাম মহম্মদ আসিফ কামার(২২)। দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ক্যাম্পাসে। শেষ ৪ মাসের মধ্যে খড়্গপুর আইআইটিতে ৩ পড়ুয়ার মৃত্যু ঘটনাকে ধিক্কার জানিয়ে ও মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি জানিয়ে সোমবার প্রতিষ্ঠানের গেটের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা হয়।
বিক্ষোভ সভায় সিপিআই(এম) নেতা অমিতাভ দাস বলেন, ‘‘ক্যাম্পাসে কয়েক হাজার মানুষের বাস্। একের পর এক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার ঘটনায় তাঁরা সকলেই আতঙ্কিত। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত পড়ুয়ারা এখানে পড়তে আসেন তাঁদের অভিভাবকরাও আতঙ্কিত। খড়্গপুর আইআইটি এখন আতঙ্কের নগরীতে পরিনত হয়েছে। তিনি বলেন, ‘‘২০২২ সালের ১৪ অক্টোবর আসামের তিনসুকিয়ার বাসিন্দা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং’র তৃতীয় বর্ষের ছাত্র ফয়জান আহমেদের দেহ উদ্ধার হয় পরিত্যক্ত এক বিল্ডিং থেকে। সেই মৃত্যুকে অস্বাভাবিক বলা হয়। ফাইজানকে খুন করা হয়েছে বলে দাবি করেছিল মৃতের পরিবার। তদন্ত নিয়ে প্রশ্ন ওঠে। ময়নাতদন্তের রিপোর্টকে পরিবার চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হন। দ্বিতীয়বার ময়নাতদন্তে রিপোর্টে দেখা গিয়েছে, ফাইজানের মৃত্যুর পেছনে রয়েছে নৃশংসভাবে খুনের তত্ত্ব। তারপর গত ১২ এপ্রিল খড়গপুর আইআইটিতে মৃত্যু হয় এক ছাত্রের। চতুর্থ বর্ষের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত ছাত্রের নাম অনিকেত ওয়ালকর (২২)। মহারাষ্ট্রের বাসিন্দা। তিনি ওশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নোভাল আর্কিটেকচার বিভাগের ছাত্র ছিলেন। তারপর ফের রবিবার সকালে মহম্মদ আসিফ কামার নামে এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সিভিল ইঞ্জিনিয়ারিং-র চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন মহম্মদ আসিফ কামার। ক্যাম্পাসের মদন মোহন মালব্য হলের এসডিএস ব্লকের ১৩৫ নম্বর রুমে থাকতেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সেই রুম থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
চলতি বছরের জানুয়ারি মাসেই এক পড়ুয়ার দেহ উদ্ধার হয়। গত ১২ জানুয়ারি উদ্ধার হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং’র তৃতীয় বর্ষের ছাত্র সাওন মালিকের দেহ। গত ডিসেম্বর মাসে দেবিকা পিল্লাই নামে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অমিতাভ দাস বলেন, আইআইটির মতো দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে ছাত্র আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক। পড়ুয়াদের মৃত্যুর সঠিক তদন্ত ও এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই বিষয়ে যথোপোযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তিনি।
Student Death
আইআইটিতে ছাত্রের রহস্য মৃত্যুতে বিক্ষোভ সিপিআই(এম)’র

×
Comments :0