Mumbai

পোষ্যের মাধ্যে ভুয়ো পুলিশ ধরলেন যুবক

জাতীয়

নিজের পোষ্যকে ব্যবহার করে অনলাইন প্রতারনা আটকালেন মুম্বাইয়ের এক যুবক। সূত্রের খবর পুলিশের পরিচয় দিয়ে তাকে এক ব্যাক্তি ভিডিও কল করেন। ওই ভিডিও কল আসার পরপরই যুবক নিজের পোষ্যকে সামনে নিয়ে আসেন। তারপরই পুলিশের পরিচয় দিয়ে ভুয়ো ভিডিও কল করা যুবক হতচোকিত হয়ে ফোন কেটে দেয়। গোটা ঘটনার ভিডিওটা যুবক সামাজিক মাধ্যমে পোস্ট করার পর মুহুর্তের মধ্যে ভাইরাল হয় ভিডিও। 

ভারতে অনলাইন প্রতারনা ক্রমশ বেড়ে চলেছে। প্রতদিন কোথাও না কোথাও প্রতারনার করব সামনে আসছে। কয়েকদিন আগে মুম্বাই পুলিশের পরিচয় দিয়ে বেঙ্গালুরুতে বসবাস করা জাপানের এই নাগরিকের প্রায় ৩৫.৫ লক্ষ টাকা প্রতারনার ঘটনা ঘটেছে। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন