দলীয় সাংসদকে কুণালের এই আক্রমণ লোকসভা নির্বাচনের আগে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বকে নতুন করে সামনে এনেছে। তবে এই প্রথম নয় এর আগেও দলের শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করেছে কুণাল। সারদা চিটফান্ড তদন্তে যখন কুণাল ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল তখন তাঁকে বার বার বলতে শোনা যায় যে, ‘সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি।’’ তিনি আরও দাবি করেছিলেন যে তাঁকে এবং মুখ্যমন্ত্রীকে মুখোমুখি বসিয়ে জেরা করা হোক।
চিটফান্ড মামলায় যখন সুদীপ ব্যানার্জিকে গ্রেপ্তার করা হয় তখন কুণালের মুখে এই সব কথা শোনা যায়নি।
কুণাল যেই দলের কর্মী হিসাবে নিজেকে দাবি করেন সেই দল থেকে বিধানসভা নির্বাচনের আগে বহু নেতা বিজেপি-তে গিয়েছেন। তারপর আবার তৃণমূলে ফিরে এসেছেন।
মন্তব্যসমূহ :0