গত ৫মে তারিখে মোহনবাগান সুপার জায়ান্টকে ট্রান্সফার নির্বাসনের শাস্তি দেওয়া হয়েছিল। ২০২৩সালে অজি বিশ্বকাপার জ্যাসন কামিংসকে নিয়েছিল মোহনবাগান। তার পুরোনো দল অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্স ট্রেনিং কম্পেন্সেশন বাবদ প্রায় ১৩লক্ষ টাকা পাবে মোহনবাগানের থেকে। কিন্তু সেই অর্থ না দেওয়ায় এতদিন নির্বাসন চলছিল তাদের। তবে বর্তমানে সমস্ত কাগজপত্র জমা কর দিয়েছে ম্যানেজমেন্ট। তাদের বিশ্বাস খুব অল্প কয়েকদিনের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। ইতিমধ্যেই বিদেশী ফুটবলার রবসন রোবিনহোকে নেওয়ার ওঠা শোনা গেছিল। তার সঙ্গে মোহনবাগান পাকা করে ফেলেছে এক তারকা ভারতীয় ডিফেন্ডারকেও।
Comments :0